প্রতিটি শিশুর মানসিক বিকাশ ০৮(আট) বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। শিশুর মানসিক বিকাশে বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিটির শিশুর মানসিক বিকাশের ৯০% তার ০৮(আট) বছর বয়সের মধ্যেই হয়ে থাকে। এই সময় কালে শিশুরা যেখানে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করে সেটা হলো- প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪+ শিশুকে প্রাক প্রাথমিক শ্রেণিতে ভর্তি করা হয়ে থাকে এখান থেকেই তার শিক্ষার জীবন শুরু ও মানসিক বিকাশের সূচনা। বিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান হয় না বরং এটি শিশুর ব্যক্তিত্ব আবেগ সামাজিক দক্ষতা শিশুর সামগ্রীক বিকাশের একটি বিশাল ক্ষেত্র। শিশুর চিন্তাশক্তির বিকাশ যেমন মনে রাখা, যুক্তি প্রয়োগ করা, পারিপার্শ্বিক জগৎ সর্ম্পাকে ধারণা লাভ প্রাথমিক বিদ্যালয় থেকেই হয়ে থাকে। প্রতিটি শিশু নিজের এবং অন্যের আবেগ চেনা, বোঝা, সহানূভুতিশীল হওয়া প্রাথমিক বিদ্যালয় থেকে শিখে থাকে। সামাজিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও বিদ্যালয় ভূমিকা পালন করে থাকে। অন্য অন্য শিশুদের সাথে মেলামেশা, বন্ধুত্ব তৈরি করা বিদ্যালয়ে নিয়ম কানুন মেনে চলা সহযোগীতা করার মনোভাবও তৈরি হয়। এছাড়াও যে কোনো পরিস্থিতিতে সমস্যা চিহ্নিত করে তার সঠিক সমাধানে পৌছানোর দক্ষতাও প্রাথমিক বিদ্যালয় থেকে অর্জন করে। প্রাথমিক বিদ্যালয় শুধু বই পুস্তকের সম্পর্কে ধারনা দেয় না বরং তাদের জানার আগ্রহকে উদ্বুদ্দ করে। নতুন নতুন বিষয় শেখার প্রতি মনোযোগ তৈরি করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষা দানের পাশাপাশি শিশুর কাছে মডেল হিসাবে তার আচারণ মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি গঠনে প্রভাব বিস্তার করে। প্রতিটি শিক্ষক শিশুর মনোজগৎকে বুঝে নিরাময় মূলক ব্যবস্থা দিয়ে থাকে। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমি শিশুর মানসিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করে উক্ত শিশুকে মানসিক বিকাশের ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি। আমি চেষ্টা করি আমার বিদ্যালয়ের প্রতিটি শিশু যেন সঠিক ভাবে তার মানসিক বিকাশ সাধন করতে সক্ষম হয়ে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে প্রস্তুত করতে পারে। একজন শিক্ষকই পারে তার বিদ্যালয়ের শিশুদের মানসিক বিকাশ সাধনে সহায়তা করতে। তাই বলা চলে শিশুর মানসিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম।
লেখক-
এইচ এম সাইফ উদ্দীন হামজা
সহকারী শিক্ষক
জুগ্নীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ফুলতলা, খুলনা।