বেনাপোল সীমান্তে পিস্তল ৩ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশঃ ২০২৪-০৯-২৯ - ১৬:৩০

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পরিত্যক্ত অবস্থায় এ পিস্তল ও গুলি উদ্ধার করে। আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেসনোটের মাধ্যমে বিজিবি গণমাধ্যম কর্মীদের জানানো হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী পিএসসি জানান, গোপন সংবাদে জানা যায়, অস্ত্র ব্যবসায়ীরা সাদিপুর মাঠপাড়া নামক স্থানে অস্ত্র কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে বিজিবি‘র একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও তিন রাউন্ড গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।