এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা ও ছাত্রলীগের উদ্যোগে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টন্তমূলক শাস্তির দাবীতে সপ্তাহ ব্যাপি গণস্বাক্ষর সংগ্রহ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে রবিবার সকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে গণস্বাক্ষর সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হুনাইন মোহাম্মদ ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত ও যশোর জেলা প্রজন্মলীগের সদস্য আশরাফুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা, পৌর, কলেজ ও সকল ইউনিয়ন ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।