গ্রেপ্তার ৮ ডাকাতের ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য: র‍্যাব

প্রকাশঃ ২০২৪-১০-১৩ - ১৮:৫১

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮ জনের মধ্যে ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে জানিয়েছে র‌্যাব। রোববার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ।’ ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এর আগে শনিবার ভোর পৌনে ৪টার দিকে তিনরাস্তা মোড় সংলগ্ন ‘আবু কোম্পানির বিল্ডিং’ নামে পরিচিত একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, অস্ত্র উদ্ধারের কথা বলে ‘সেনাবাহিনী ও র‌্যাবের মতো’ পোশাক পরা ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ঘরে ঢোকে। এরপর তারা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।