কেশবপুরে পূর্বের শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ

প্রকাশঃ ২০২৪-১০-১৯ - ১৪:৪১

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পূর্বের শত্রুতার জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগে অর্ধ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। অভিযোগের ভিত্তিতে জানা যায় কেশবপুর উপজেলার টিটা বাজিদপুর গ্রামের মৃত কছিম উদ্দিন ছেলে মাষ্টার মোঃ কামরুজ্জামান তার মোমিনপুর ঋষি পাড়া সংলগ্ন মন্দিরের সামনে ৩৬ শতক জমির উপর ঘের, সেই ঘেরে মাছের চাষ করে আসছে দীর্ঘ দিন যাবত। মোঃ কামরুজ্জামান বলেন তার এই ঘেরে বিভিন্ন প্রজাতির প্রায় লক্ষাদিক টাকার মাছ ছিলো, পূর্ব পরিকল্পিত ভাবে কে বা কারা ১৭ অক্টোবর তারিখ রাতে গ্যাস ট্যাবলেট দিয়ে ষড়যন্ত্র করে প্রায় অর্ধ লক্ষ টাকা মাছ মেরে ফেলেছে বলে কামরুজ্জামান অভিযোগ করেন। মোঃ কামরুজ্জামান দৈনিক জন্মভূমি পত্রিকার প্রতিনিধি কে জানান তিনি তার ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ মেরে ফেলায় তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানায় একটি অভিযোগ করার প্রক্রিয়া চলমান রেখেছেন।