লামা,(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান লামায় বিষপান করে আত্মহত্যা করেছেন মুক্তা বেগম (১৫) নামে এক কিশোরী। আজ মঙ্গলবার বিকালে উপজেলার সরই ইউনিয়নে দুর্গম পাহাড়ি কিল্লারছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগম ওই পাড়ায় লাল মোহাম্মদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়ে সোমবার বিকালে মুক্তা বেগমকে তার বাবা-মা মারধর করে। এর জের ধরে কিশোরী বিষপান করলে স্বজনেরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৩টার দিকে মুক্তা বেগম কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।