রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর শহরের প্রতিপক্ষের হামলায় রাজু হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে চাঁচড়া রায়পাড়া এলাকার হোসেন আলীর ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ধারালো অস্ত্রসহ রকি নামে এক যুবককে আটক করেছে। সে ওই এলাকার কালা বাবুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজুর সাথে স্থানীয় পারভেজ ও সোহেলের সাথে কথা কাটাকাটি হয়। সোমবার রাতে এ নিয়ে তেতুলতলা মোড়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রাজুর প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার অহেদুজ্জামান আজাদ জানান, রাজুর শরীরের দুই রানে ধারালো অস্ত্রের আঘাতে জখম রয়েছে।
চাঁচড়া ফাঁড়ির পুলিশের ইনচার্জ সৈয়দ বায়েজিদ জানান, ফাঁড়ির এটিএসআই বাবুল আক্তার ঘটনাস্থলে গিয়েছিলেন। ধারালো অস্ত্রসহ রকি নামে এক যুবককে আটক করা হয়েছে।