রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে সাংবাদিকদের সাথে শিশু পাচাররোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার সংগঠন রাইটস যশোর এ মতবিনিময় সভার আয়োজন করে। মঙ্গলরার সকালে রাইটস যশোরের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু পাচাররোধে বিভিন্ন সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক িিবণয় কৃষ্ণ মল্লিক। প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন। মতবিনিময় সভা আরও বক্তব্য রাখেন সাংবাদিক সাজেদুর রহমান, রাজেক জাহাঙ্গীর, হাবিবুর রহমান মিলন, জুয়েল মৃধা, রফিকুল ইসলাম প্রমুখ। শিশু পাচারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাইটস যশোরের প্রোগাম ম্যানেজার আজাহার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাইটস যশোরের প্রোগাম অফিসার সরোয়ার হোসেন।
উল্লেখ্য. হেল্প লাইনে বিনা খরচে যে কোন নম্বর থেকে কথা বলা যাবে। শিশু ও মানবপাচার বিষয় সংবাদ পাওয়া মাত্রই রাইটস যশোর তাদের উদ্ধারে কাজ শুরু করবে বলে জানিয়েছেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিণয় কৃষ্ণ মল্লিক। তিনি বলেন, বর্তমানে একটি হেল্প লাইন(১০৯২১) চালু রয়েছে। যে খানে কথা বলতে তথ্য সরবরাহকারির খরচ হয়। কয়েক দিনে মধ্যে নতুন হেল্প লাইন চালু করা হবে। সে নম্বরে বিনা খরচে কথা বলে তথ্য দিতে পারবে যে কেউ।