কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশঃ ২০২৪-১০-২৭ - ১৫:১০

কাউখালী প্রতিনিধিঃ কাউখালীতে একটি বেকারিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ২৬ অক্টোবর শনিবার দুপুরেরদিকে উপজেলার ৩নং সদর ইউনিয়নের বাঁশুরী গ্রামের ব্রিজ সংলগ্নে, “মিজান বেকারিতে” খাদ্যদ্রব্য তৈরিতে অ্যামোনিয়া পাউডার মেশানো এবং মজুদ রাখার অপরাধে, বেকারির মালিক মোঃ মিজানুর রহমানকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত বেকারিতে অভিযান চালিয়ে ১৭ কেজি অ্যামোনিয়া পাউডার জব্দ করা হয়। জানা যায় ইতিপূর্বে এই বেকারীর মালিককে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একাধিকবার জরিমানা করা হয়েছিল। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুদীপ্ত দেবনাথ, এসময় উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম (সার্টিফিকেট পেশকার) সহ সাংবাদিক ও কাউখালী থানা পুলিশ। এ বিষয়ে ভূমি কমিশনার সুদীপ্ত দেবনাথ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উক্ত প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্যে অ্যামোনিয়া পাউডার মেশানো সহ অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং পাখির মল দেখতে পাওয়া যায়, এছাড়াও উক্ত প্রতিষ্ঠান থেকে ১৭ কেজি এমোনিয়া পাউডার জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মানুষের অধিকার এবং সুস্বাস্থ্য রক্ষার্থে,খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।