আহমেদ ফরিদ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪০তম আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
বাংলাদেশ বেতারের উপস্থাপক মো. আব্দুর রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ এবং অ্যাথলেটিকস্ ও অ্যাকুয়াটিকস্ সাবকমিটির কমিটির সদস্য-সচিব মো. মুকুল হোসেনসহ সদস্যবৃন্দ, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাথলেটিকস্ ও অ্যাকুয়াটিকস্ সাবকমিটির সভাপতি বিজনেস স্টাডিজ অনুষদের অধিকর্তা প্রফেসর শিবলী সাদিক অনুষ্ঠানে সভাপতিত্বে প্রতিযোগিতায় কর্মকর্তাদের ছাত্র উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস এবং ক্রীড়াবিদদের শিক্ষার্থী কামরুল ইসলাম আকাশ ও আসলাম হোসাইন শপথ বাক্য পাঠ করান। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিযোগীদের অভিবাদন গ্রহণ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃতি এ্যাথলেট শিরিন ও মাহফুজ মশালসহ মাঠ প্রদক্ষিণ ও অগ্নি প্রজ্বলন করেন। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ৪১টি ইভিন্টে প্রায় ২৬০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।