খুলনা ব্যুরো: খুলনার বটিয়াঘাটায় জনপ্রিয়তা কেড়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ এজাজুর রহমান শামীম। হিন্দু অধ্যুষিত এই এলাকায় মানুষের জীবনমান উন্নয়নে নানান ধরনের কাজে ব্যস্ত সময় পাড় করছেন তিনি। বর্তমানে উপজেলা রাজনীতিতে তার জনপ্রিয়তা আলাদা স্থান দখল করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, এজাজুর রহমান শামীম রাজনীতিতে তার সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতা দিয়ে দলীয় হাইকমান্ড থেকে শুরু করে তৃনমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি হিন্দু অধ্যুষিত হিসেবে খ্যাত ওই সকল হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জয় করে নিজেকে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে একজন দক্ষ নেতা হিসেবে প্রতিাষ্ঠত করেছেন। গত ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার দলীয় হাইকমান্ড তার সততা নিষ্ঠা ও কর্মদক্ষতার মূল্যায়ন করে তাকে উপজেলা বিএনপির বর্ধিত সভায় বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক (ভারপ্রাপ্ত) থেকে উপজেলা আহ্বায়ক নির্বাচিত করেছেন । তিনি আহ্বায়ক নির্বাচিত হয়ে ইতিমধ্যে তার সততা,নিষ্ঠা ও কর্মদক্ষতার কৌশল অবলম্বন করে তৃনমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জয় করে উপজেলা বিএনপিকে গতিশীল ও শক্তিশালী করার মধ্য দিয়ে উপজেলার রাজনীতিতে এক নতুন মাত্রা সৃষ্টি করে সমাদৃতও হয়েছেন। উপজেলার রাজনীতিতে মোঃ এজাজুর রহমান শামীম নিজের জনপ্রিয়তার স্থান দখল করেছেন।
আরো জানা যায়, শামীম ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির আদের্শে উজ্জীবিত। ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৯৪ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক,১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সভাপতি,২০০১ সাল থেকে ২০১০ পর্যন্ত উপজেলা যুবদলের রাজনীতিতে সক্রিয়তা,২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত উপজেলা যুবদলের আহ্বায়ক , ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক,২০২৩ সালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক,২০২৪ সাল থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে উপজেলা বিএনপির বর্ধিত সভায় দলীয় হাইকমান্ড তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ।
এজাজুর রহমান শামীম বলেন, বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত (বটিয়াঘাটা-দাকোপ) মিলে খুলনা-১ আসনে আমি ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি আদর্শে আদর্শিত হয়ে রাজপথে থেকে দলীয় সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী দল একটি আদর্শিক দল । আমাকে দলীয় হাইকমান্ড যে দায়িত্ব অর্পণ করেছেন আমি তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দলকে শক্তিশালী ও গতিশীল করে আগামী আসন্ন জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো । তিনি আরো বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যে সকল নেতাকর্মীরা ভূমি দখল, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে ।
এআর/১