কেএমপি ডিবির “অপারেশন ডেভিল হান্ট অভিযানে একজন গ্রেফতার

প্রকাশঃ ২০২৫-০২-১৩ - ০০:৪৩

খুলনা ব্যুরো: কেএমপি ডিবির “অপারেশন ডেভিল হান্ট অভিযানে” সরকার বিরোধী এবং উসকানিমূলক কার্যকলাপের অপরাধে ০১ (এক) জন আসামী গ্রেফতার হয়েছে। খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম “অপারেশন ডেভিল হান্ট অভিযানে” বুধবার (১২ ফেব্রুয়ারী) খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন শিববাড়ি, ইজি ফ্যাশন নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে শেখ ফরিদ হোসেন (২৯), পিতা- মৃত শেখ মিজানুর রহমান, মাতা- সালেহা বেগম সাং- সিংগারী, হুইপ আব্দুল ওহাবের বাড়ির পাশে, ০৩ নং ওয়ার্ড, বাঘুটিয়া ইউপি, অভয়নগর থানা, জেলা-যশোর’কে গ্রেফতার করে।

উক্ত আসামী শেখ ফরিদ হোসেন (২৯) এর বিরুদ্ধে অভয়নগর থানার মামলা নং-০৭, তাং-১০/১২/২০২৪ খ্রি: ধারা-১৪৩/৪৩৫/৩৪১/৩০৭/২৭/১১৪, পেনাল কোড ১৮৬০ এর এজাহারনামীয় আসামী। এছাড়া উক্ত আসামী শেখ ফরিদ হোসেন (২৯) যশোর জেলার অভয়নগর উপজেলার জয়েন্ট সেক্রেটারী ছিলেন । গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। আসামি শেখ ফরিদ হোসেন (২৯) খুলনা মহানগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের একত্রিত করে ধ্বংসাত্মক কার্যক্রম করার ষড়যন্ত্র করছিল এবং সরকার বিরোধী ও উসকানিমূলক কার্যকলাপের সাথে যুক্ত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এআর/৫৫