রবিউল ইসলাম মিটু, যশোর : বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের যশোর জেলা কমিটির উদ্যোগে বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে সামনে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বল অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের যশোর জেলা শাখার সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মকছেদ আরী, আব্দুল্লাহ আল মাসুম রনি, বাঘারপাড়া পৌরসভার আফজাল হোসেন, চৌগাছা পৌরসভার কলিমুল্লাহ, কেশবপুর পৌরসভার পলাশ সিংহ, নওয়াপাড়ার আজিজুর রহমান প্রমূখ।
মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন সভায় বক্তারা সরকারি কোষাগার থেকে বেতন ভাতার দাবি না মানলে আগামী ১৮ ডিসেম্বর স্মারকলিপি প্রদানের কর্মসূচিতে অংশ নেয়ার সকল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের আহবান জানানো হয়।