রবিউল ইসলাম মিটু, যশোরঃ যশোরে গাছ থেকে পড়ে ফিরোজ হোসেন (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি যশোর উপশহর সাত নম্বর সেক্টর এলাকার মৃত আরব আলীর ছেলে।
ছেলে সোহেল জানান, এলাকার ফিরোজের বাড়ির সামনের মেহগনিগাছের ডাল কাটতে ওঠেন তার বাবা। ডাল কাটার সময় অসাবধানতাবসত তিনি নিচে পড়ে জখম হন। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালের নেয়। জরুরী বিভাগে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন তাকে মৃত ঘোষণা করে বলেন, ফুসফুসে প্রচণ্ড আঘাতের কারে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।