রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুরে ঈদ পরবর্তী ঢাকা যাওয়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায়, ৩ পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ঈদের ছুটি শেষে কেশবপুর থেকে বিভিন্ন রুটে যাওয়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩ পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৪ এপ্রিল শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। কেশবপুরে মামুন পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ২ হাজার টাকা, সৌদিয়া পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও এইচ আর পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই সকল পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে জরিমানা করায় জনমনে ইতিবাচক প্রভাব বিস্তার করেছে। আগামীতে সকল সেক্টরে এই ধরনের প্রতারকদের আইনের আওতায় আনার দাবি কেশবপুরের আপামর জনসাধারণের।