কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কাশিপুর বেদে পল্লীর রওশন আলী বুধবার রাতে চাচড়া গ্রামের মাঠে বিষধর সাপ ধরতে যাই। এ সময় মাটি খুঁড়ে সাপ ধরতে গেলে সাপটি তার হাতের একাধিক জায়গায় কামড় দেয়, তারপরও সেই সাপ ধরার চেষ্টা করে কিন্তু সে অসুস্থ হয়ে পড়লে উপস্থিত ব্যক্তিরা তাকে উদ্ধার করে বেদে পল্লীতে নিয়ে আসে। বেদে পল্লীর নামকরা উজারা তার বিষ নামায় এক পর্দায় বৃহস্পতিবার বিকাল ৪ঃ০০ টায় সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে ।