নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালিত

প্রকাশঃ ২০২৫-০৭-১৮ - ১৮:০৬

নিজস্ব প্রতিবেদক:

নানা কর্মসূচির মাধ্যমে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শুক্রবার (১৮ জুলাই) পালিত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ভবন-২ তে অনুষ্ঠিত হয় দিনব্যাপী নানা আয়োজন।

এদিন, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হয় একটি ফটো এক্সিবিশন, যেখানে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে অংশগ্রহণের নানা মুহূর্তের ছবি স্থান পায়। প্রদর্শনীতে স্থান পাওয়া অনেক ছবিতেই দেখা যায় আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের করুণ চিত্র।

এক্সিবিশন ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কানাই লাল সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব সৈয়দ হাফিজুর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ও লিবারেল আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্স অনুষদের অনারারি ডীন ফারজানা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ড. ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক ও বোর্ড অব ট্রাস্টির ডিরেক্টর (লিয়াজো) শেখ মাহরুফুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভাগীয় প্রধান, সহকারী প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য কর্মকর্তারা।

এদিন, দুপুর ১২টায় “জুলাই অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় পরিবেশিত হয় মঞ্চনাটক “জুলাই অভ্যুত্থান”, এবং বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় একটি দেশাত্মবোধক সংগীত পরিবেশনা অনুষ্ঠান।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভবন-২ তে দিবসটি উপলক্ষে ছিল কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য (ভারপ্রাপ্ত) কানাই লাল সরকার। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। দিবসটি পালনকালে শিক্ষার্থীরা জানান, তারা চান “জুলাই আন্দোলনের চেতনা” সবসময় জাগ্রত থাকুক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার স্বাধীনতা ও ন্যায়বিচার বজায় থাকুক।