পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া নির্বাচন হলে জনগণ মেনে নেবে না -মিয়া গোলাম পরওয়ার

প্রকাশঃ ২০২৫-০৮-১৫ - ২০:৫৯
ফুলতলা (খুলনা) প্রতিনিধি// জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অর্ন্তবর্তীকালীন সরকার নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছেন। আমরা স্পষ্ট করে বলেছি রাষ্ট্র কাঠামোর সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া নির্বাচন হলে সে নির্বাচন জনগণ মেনে নেবে না। তাই নির্বাচনের আগেই এগুলি করতে হবে। তা না হলে এদেশে বারবার স্বৈরাচার ফিরে আসবে,  জনগণকে বারবার জীবন দিতে হবে। ঘুণে ধরা, ভেঙে পড়া এ রাষ্ট্রকে জামায়াতে ইসলামী নতুন করে নির্মাণ করতে চায়। সুদ, ঘুষ, দূর্নীতির মূলোৎপাটন করে একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণকর রাষ্ট্র গড়তে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।
শুক্রবার বিকালে ফুলতলার দামোদর ইউনিয়নের ওয়ার্ড জামায়াত আয়োজিত পৃথক দুটি ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিকাল ৫টায় ২নং ওয়ার্ড সভাপতি মাষ্টার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সন্ধ্যা সাড়ে ৭টায় ১নং ওয়ার্ড সভাপতি মোঃ মকিত শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্ম পরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্যা। সেক্রেটারি গাজী আল আমিন ও মোঃ আসাদ শেখের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্যা, নায়েবে আমীর মাওলানা ওবায়দুল্লাহ,  সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান, থানা কর্ম পরিষদ সদস্য ড. আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মোঃ আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, জামায়াত নেতা ফয়জুল কবির লিঠু, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মাওলানা জোবায়ের  হোসেন ফাহাদ, জাহাঙ্গীর হোসেন, শিবির সভাপতি আব্দুর রহিম খান, সেক্রেটারি মন মোজাহিদুল ইসলাম প্রমুখ।
এদিকে দুপুর ১২টায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ফুলতলা উপজেলা সার, বীজ ও বালাইনাশক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধোপাখোলা মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে সমিতির সভাপতি শেখ আঃ হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ রবিউল মোল্যার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁন, সার ও বীজ ডিলার শেখ আজিজুর রহমান,  মোঃ আমিন উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম রাজু, মাহামুব মোল্যা, সেলিম মাহমুদ, গোলাম সরোয়ার, বিশ্বনাথ মন্ডল প্রমুখ। সভায় ডিলাররা সরকার প্রদত্ত সারের কমিশন বৃদ্ধি, বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন, উপজেলার বাইরে সার বিক্রির নিষেধাজ্ঞা দূরিকরণের কথা তুলে ধরেন। পরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসা মসজিদে জুম্মার খুতবা প্রদান করেন।