৩১ দফা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছি আমরা- ইশতি

প্রকাশঃ ২০২৫-০৯-১৮ - ১১:৫১

খুলনা প্রতিনিধি:

৩১ দফা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছি আমরা। আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করছি। মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের মনকে জয় করে রাজনীতি করতে হবে। রাজনীতি করতে স্বার্থহীন উদ্দেশ্য প্রয়োজন। স্বার্থ ছাড়া উদ্দেশ্য না থাকলে রাজনীতির মাঠে টিকে থাকা যায় না। বিগত স্বৈরাচার সরকারের সময় নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ভিন্নমতের রাজনৈতিক ব্যক্তিরা। এমন স্বৈরাচারের শাসন এদেশের মানুষ এখন আর চায় না।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবদক দলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইশতি এক সাক্ষাৎকারে এমন মনোভব তুলে ধরেন।

ইশতিয়াক আহমেদ ইশতি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০২১ সালে খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে খুলনা মহানগর স্বেচ্ছাসেবদক দলের সদস্য সচিব পদে রয়েছেন। বিগত সরকারের আমলে ৪৯টি রাজনৈতিক মামলার আসামী ছিলেন। জীবনের অগনিত দিন কারাগারে কাটাতে হয়েছে। রিমান্ডের নামে পুলিশের নির্যাতন ভোগ করতে হয়েছে তাকে। তবে রাজনীতিতে তিনি এখন দৃষ্টান্ত স্থাপন করতে চান।

ইশতি বলেন, বিগত দিনে এদেশের মানুষ নির্বাচনের নামে তামাশা দেখেছে, মাদক দিয়ে অসংখ্য যুবকের জীবন ধ্বংশ করেছে। এসকল যুবকদের জীবন নষ্টের ফলে তাদের পরিবার ঘুরে দাড়াতে পারেনি। হাসিনা সবকিছু কৌশলে করেছে। ঘরে ঘরে মাদকে সয়লাব আর কিশোর গ্যাং গড়ে তুলেছিলো। যার নিয়ন্ত্রন করতো আওয়ামীলীগের লোকজন। হাসিনা পালিয়ে গেলেও এসকল মাদকের গডফাদাররা হাসিনার প্রাকটিস অব্যাহত রেখেছে। তবে সুষ্ঠু রাজনীতি এবং সামাজিকতার মাধ্যমে আমরা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছি।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ইশতি বলেন, ৩১ দফা বাস্তবায়নে আমরা নিরলস কাজ করছি। সেচ্ছাসেবক দলকে শক্তিশালী করতে কাজ করছি। সাধারণ মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠিত করা এবং কর্মী বান্ধব রাজনৈতিক কর্মশালা পরিচালনা করতে চাই। সেচ্ছাসেবক দল নেতা হিসাবে সমাজে সবধরনের সেচ্ছাসেবী কাজ বাস্তবায়নে নিজেকে বিলিয়ে দিতে চাই।