ছাত্রাবাসসংলগ্ন ডাস্টবিন অপসারণে আবেদন সুবর্ণ স্বপ্ন সিটি কলেজের

প্রকাশঃ ২০২৫-১০-১৪ - ০০:৫৯

খুলনা প্রতিনিধি:

সুবর্ণ স্বপ্ন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ কর্তৃপক্ষ কলেজ ছাত্রাবাসসংলগ্ন রাস্তায় থাকা ডাস্টবিন ও বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) এ লিখিত আবেদন জানান শিক্ষার্থীরা।

এই ডাস্টবিনটিতে শহরের বিভিন্ন অঞ্চল থেকে নিয়মিতভাবে ময়লা ফেলা হচ্ছে। ফলে ছাত্রাবাস এবং আশেপাশের এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চরম দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। অভিযোগ করা হয়েছে, এই রাস্তাটি বর্তমানে “ময়লার ভাগাড়” নামে পরিচিত হয়ে উঠেছে, যা একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও সুনামের জন্য হুমকিস্বরূপ।

কলেজ কর্তৃপক্ষের দাবি, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক সামনে এমন বর্জ্য ফেলা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক। দ্রুত এই সমস্যার সমাধানে তারা সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকরী পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী এস এম সাকিব রেজা, এবং ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীরা — জয়তু পোদ্দার, মামুন, নয়ন, মোঃ বরকত উল্লাহ, মোহাব্বত, অয়ন, সাব্বির হাসান, মোঃ মামুন শেখ, জিহাদ, রিফাত, মোঃ মহব্বত হাসান, তোয়াজ শেখ সহ অন্যান্য শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আশা করছেন, এবার কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং শিক্ষার্থীদের মানবিক দাবির প্রতি সম্মান দেখাবেন।