ফুলতলায় পূজা উদযাপন পরিষদের গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৫-১২-২০ - ১৮:৫১

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে শনিবার বেলা ১১টায় দামোদর গাছতলা গৌরহরি সনাতন সংঘ মন্দির চত্বরে উপজেলা পর্যায়ে শ্রীমদ্ভগবত গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনুপম মিত্র, সদস্য সচিব রনজিৎ কুমার বোস বিশু, শিবপদ দাস, রাজকুমার বিশ্বাস লিটু, সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, ইউপি সদস্য নব কুমার বৈরাগী, বিনয় বিশ্বাস, চন্দন কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে বিচারক ছিলেন বিশ্বম্বর কৃষ্ণ দাস, সঞ্জয় গোস্বামী ও কৃষ্ণপদ অধিকারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন দীপ্ত দত্ত। অনুষ্ঠানের শুরুতে শোক দিবসের অংশ হিসেবে ওসমান হাদির মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ক বিভাগ ও খ বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।