বটিয়াঘাটা প্রতিনিধি : মৎস ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার বিকাল ৫ টায় বটিয়াঘাটার জলমা ইউনিয়নের দাউনিয়াফাদ এলাকায় এক আকস্মিক সফরে আসেন।এ সময়ে তিনি এলেকার মৎস ও পশুপালন ও সার্বিক বিষয়ে খোজ খবর নেন।এ সময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার,বটিয়াঘাটা উপজেলা ভাইচ চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন, বটিয়াঘাটা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন,বটিয়াঘাটা মৎস কর্মকর্তা মনিরুল মামুন,বটিয়াঘাটা প্রেস ক্লাবের সভার্পতি ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকার,চক্রাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নারায়ন চন্দ্র রায়,রনজিৎ মল্লিক,বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত গোলদার,শিক্ষক দেবাশিষ হালদার,তারক গোলদার সহ বিভাগীয়,জেলা,বটিয়াঘাটা উপজেলা ও ডুমুরিয়া উপজেলা মৎস অধিদপ্তরের কর্মকর্তা গন।অনুষ্ঠান শেষে ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রীর বাড়িতে নৈষ ভোজে আংশগ্রহন করেন।