এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পল্লীতে সড়ক দূর্ঘটনায় ৩ জন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, শনিবার সকালে উপজেলার পাথরা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে একটি আলমসাধু দ্রুত গতিতে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় আলমসাধুর চালক পাথরা গ্রামের পাচু দফাদারের ছেলে সাদ্দাম হোসেন (২৮), একই গ্রামের নুরু মোল্যার ছেলে শাশীম মোল্যা (২১) ও পাচারই গ্রামের লিকচার আলীর ছেলে মশিয়ার রহমান (৩৪) আহত হয়। মারাত্বক আহতাবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। তবে শাশীম মোল্যার অবস্থা আশংকাজনক বলে জানাগেছে।