আটোয়ারীতে শতাধিক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহন করতে দিলনা কর্তৃপক্ষ
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পরীক্ষার ফি দিতে না পাড়ায় শতাধিক ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশ গ্রহন করতে না দেওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানাগেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার বলরামপুর ইউনিয়নে অবস্থিত চুচুলী বটতলী হাট উচ্চ বিদ্যালয়ে ১ম সাময়িক পরীক্ষা (বাংলা) অনুষ্ঠিত হওয়ায় বিদ্যালয়ের শির্ক্ষাথীরা পরীক্ষায় অংশ গ্রহন করতে আসলে স্কুল কর্তৃপক্ষ ফি না দেওয়া পর্যন্ত পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না বলে রুম থেকে বের করে দেন। পরে বিদ্যালয়ের অংশগ্রহন করতে না পারা সকল শিক্ষার্থীর পক্ষে পবিত্র বর্মন ও তপন চন্দ্র বর্মন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার এর বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে অভিযোগকারী পবিত্র বর্মন জানান, আমি স্যারকে অনেক অনুরোধ বলেছি আগামী কালকে ফি দিয়ে দিব তবুও স্যার আমার কথা শুনেননি রুম থেকে বের করে দিয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউসুফ আলী বলেন, ১শ জনের মতো শিক্ষার্থী পরীক্ষা ফি দিতে না পাড়ায় পরীক্ষা নেয়া হয়নি। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সহিন্দ্রনাথ বর্মন বলেন, পরীক্ষা না নেয়াটা ঠিক করেনি শিক্ষকরা। উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সাথে কথা বললে তিনি জানান, আমি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হবে।