এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে আটক করেছে। থানা পুলিশ জানায়, রোববার রাতে থানার উপ-পরিদর্শক(এস আই) ফকির ফেরদৌস ও উপ-পরিদর্শক(এস আই) প্রসেনজিৎ মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার মনোহর নগর গ্রামের আহম্মদ আলী গাজীর ছেলে সোহরাব হোসেন(৪০), পাঁজিয়া গ্রামের মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী আফসার গাজীর স্ত্রী নাছিমা বেগম ও যৌতুক মামালার ওয়ারেন্টভুক্ত আসামী বেলকাটি গ্রামের সামাদ মোল্ল্যার ছেলে ইউনুস আলীকে(২৮) আটক করে। থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) শাহাজান আহমেদ বলেন, আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা ও ওয়ারেন্টভুক্ত রেয়েছে। আটককৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।