রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর শহরের ঝালাইপট্টি হাটখোলা বাবুবাজার এলাকা থেকে ১১৬ লিটার দেশীয় (চোলাই) মদ উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এসময় মদবিক্রির অভিযোগে দোকানের মালিক মাদক ব্যবসায়ী জালাল মোল্যাকে আটক করা হয়েছে। জালাল যশোর সদর উপজেলার মুড়লি খানপাড়ার লেহাজ মোল্যার ছেলে।
র্যাব ৬ যশোর সিপিসি-৩ কোম্পানি কমান্ডারের প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র্যাব ৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. খোদাদাদ হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল মঙ্গলবার রাতে ঝালাইপট্টি হাটখোলা বাবু বাজার রোডের মিলি ভবনের উত্তরপার্শ্বে রানু বেগমের ভাড়া দেওয়া টিনসেটে দোকানের ভিতর জালাল মোল্যার দোকানে অভিযান চালায়। এসময় পালিয়ে যাওয়ার সময় জালাল মোল্যাকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক সর্বমোট ১১৬ লিটার (চোলাই) মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।