প্রেসিডেন্ট মোস্তফা, সেক্রেটারি সবুজ
রবিউল ইসলাম মিটু,যশোর : রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রালের আগামী রোটাবর্ষের (২০১৮-১৯) প্রেসিডেন্ট মোস্তফা আলী ও সেক্রেটারি সোলায়মান মহি সবুজ নির্বাচিত হয়েছেন। আর প্রেসিডেন্ট নমিনী নির্বাচিত হয়েছেন রোটা: কাজী শাহেদুচ্ছালাম। শহরের রেলরোড়ের ম্যরিয়ট রেস্তোরায় অনুষ্ঠিত ক্লাবের এনুয়াল মিটিংয়ে তাদেরকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আইপিপি মোর্তুজা আলী, ভাইস প্রেসিডেন্ট মনির হোসেন, জয়েন্ট সেক্রেটারি এসএম আলমগীর কাউয়ুম, ট্রেজারার পিপি চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, ক্লাব ট্রেইনার পিপি মোস্তাফিজুর রহমান বাবলু, ডিরেক্টর পিপি চৌধুরী হেদায়েতুল ইসলাম ভিকু, পিপি যোগেশ চন্দ্র দত্ত, পিপি জাহিদ আহমেদ লিটন, পিপি আব্দুল আলীম, রোটা: রুকুনউদ্দৌলাহ, সার্জেন্ট এট আর্মস রাফিউল আলম বাবু ও জাকির হোসেন রিপন। এনুয়াল মিটিংয়ে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মোর্তুজা আলী ও নির্বাচন কমিশনার ছিলেন পিপি আব্দুল আলীম। সভায় ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।