রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরে বন্যপ্রাণী ও অস্ত্র উদ্ধারের স্বীকৃতি হিসেবে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ বায়েজিদ হোসেন পুরস্কৃত হয়েছেন। পুলিশ সুপার আনিসুর রহমান বুধবার দুপুরে তার কনফারেন্স রুমে বায়েজিদ হোসেনকে ক্রেস্ট উপহার দেন। এসময় পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৫ নভেম্বর বেলা ১১টার দিকে একই চাঁচড়া চেকপোস্ট থেকে বাঘের দুটি এবং সিংহের দুটি শাবক উদ্ধার করেন এসআই বায়েজিদ হোসেন। এছাড়া একই স্থান থেকে গত ১৩ নভেম্বর রাতে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেন তিনি। এসআই সৈয়দ বায়েজিদ হোসেন এর আগেও একাধিকবার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।