এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর বিআরডিবির হলরুমে বৃহস্পতিবার দিনব্যাপী দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে স্থানীয় কর্তৃপক্ষ, নেতৃস্থানীয় ও ধর্মীয় ব্যক্তিদের সাথে জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দলিত হারচয়েসের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, উপজেলা যুবউন্নয়ন অফিসার পুলোক সিকদার, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক সন্তোষ দাস, দলিত উন্নয়ন কমিটির সভাপতি সুজন দাস ও কেন্দ্রীয় দলিত পরিষদ নেতা উজ্জ্বল দাস। আরো বক্তব্য রাখেন দলিতের মনিটরিং অফিসার কোমল কৃষ্ণ রায়, দলিত প্রতিনিধি বিকাশ দাস, সুদেব দাস, কামরুল ইসলাম, সুমঙ্গল দাস প্রমুখ।