শাহান , গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি : গোলাপগঞ্জ তথা সিলেটের অন্যতম সামাজিক ও মানবসেবা মূলক সংগঠন আছিয়া-কুতুব ফাউন্ডেশনের ২০১৭ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৫ম বারের মত অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার বারকোটস্থ ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়। এতে প্রথম স্থান পেয়েছেন- এম.সি একাডেমী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী হোসাইন কাওছার অভি রোল-৬৪৫, ২য় স্থান লাভ করেছেন- দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান সাদিক রোল-২৬৯, ৩য় স্থান লাভ করেছেন- গোলাপগঞ্জ আইডিয়াল পাবলিক স্কুলের শিক্ষার্থী আবুল হাসনাত রিফাত রোল-৭৩০। এ গ্রেডে ফলাফল লাভ করেছেন ১৭জন, তাদের রোল নং হচ্ছে- ১০১, ১৩১, ২১০, ২৭৩, ২৭৫, ৪১৭, ৫৭১, ৬১১, ৬১২, ৬১৬, ৬৪১, ৬৪২, ৬৪৩, ৭১০, ৭১১, ৭২১, ৭৯০। বি গ্রেডে ফলাফল লাভ করেছেন ৩৫জন, তাদের রোল নং হচ্ছে- ৮৭, ১০২, ১০৬, ১৩২, ১৩৪, ১৮৬, ২১৩, ২১৪, ২১৫, ২৭০, ৩২২, ৩৫৫, ৩৭৬, ৪১০, ৪১১, ৪৩০, ৪৩১, ৪৫০, ৪৯১, ৪৯২, ৪৯৭, ৫৭৩, ৬১৩, ৬১৪, ৬১৭, ৬৫২, ৬৫৩, ৬৮১, ৭১৩, ৭১৬, ৭৩১, ৭৫৩, ৭৬৬, ৭৭০, ৭৯১। সি গ্রেডে ফলাফল লাভ করেছেন ৫৭জন, তাদের রোল নং হচ্ছে- ৩১, ৩২, ৩৭, ৮২, ১০৭, ১২২, ১২৩, ১২৫, ১২৯, ১৮৫, ১৯২, ২০৭, ২০৮, ২১৬, ২২২, ২২৫, ২৭২, ২৭৪, ২৭৬, ২৯০, ২৯১, ৩২১, ৩৩৬, ৩৫৭, ৩৭০, ৩৯১, ৪১২, ৪১৪, ৪২৭, ৪৪২, ৪৪৬, ৫০৪, ৫১৪, ৫১৫, ৫৫৪, ৫৫৫, ৫৯৭, ৫৯৮, ৬১৮, ৬৫১, ৬৬৭, ৬৮২, ৬৮৬, ৭২৪, ৭২৬, ৭৩৪, ৭৫৪, ৭৬৭, ৭৭১, ৭৭২, ৭৭৩, ৭৯২, ৮০৩, ৮১৩, ৮৩৩, ৮৮৪, ৯৫৫।
উল্লেখ্য যে, গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণীর ৫’শ শিক্ষার্থীর অংশগ্রহনে আছিয়া-কুতুব ফাউন্ডেশনের ২০১৭ সালের মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়। ২০১৬ সালে পরীক্ষায় বৃত্তি লাভকারীদের পুরস্কার বিতরণের লক্ষ্যে গত ২১ অক্টোবর ফাউন্ডেশন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এদিকে ২০১৭ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন আছিয়া-কুতুব ফাউন্ডেশনের সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবি এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।