রবিউল ইসলাম মিটু, যশোর : যশোরে তিনতলা পড়ে নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহত শাহিন হোসেন (২০) চৌগাছা উপজেলার মালিগাতি গ্রামের হঠাৎ পাড়ার নুর ইসলামের ছেলে।
নিহতের মা শাহিদা খাতুন জানান, শাহিন ও শরিফুলসহ কয়েকজন বৃহস্পতিবার সকালে যশোর শহরের আরবপুর এলাকায় জনৈক ব্যক্তির তিনতলা ভবনে কাজ করছিল। এসময় সে নিচে পড়ে যায়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। বিকালে সার্জারি ওয়ার্ডের ডাক্তার তুহিন তাকে মৃত্যু ঘোষণা করেন।