রবিউল ইসলাম মিটু, যশোর : পারিবারিক কলহের জের ধরে তীর কোম্পানির এক কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত সিদ্দিকুর রহমান বরগুনা জেলার বেতাগী থানার মোকামমিয়া গ্রামের আব্দুল গনি মৃধার ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের স্ত্রী সোহানা খাতুন জানান, তার স্বামী তীর কোম্পানিতে চাকুরি করে। ১০/১২ দিন আগে তার স্বামীকে যশোরে বদলী করায় শহরের সরকারি মহিলা কলেজের রোডের সামসুল আলমের কেয়া কুটিরে ভাড়া বাড়িতে উঠি। শুক্রবার সকাল ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে সিদ্দিকুর গলায় গামছা পেচিয়ে ঝুলিয়ে পড়ে। আমি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা তাকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বরত এসআই মঞ্জুরুল ইসলাম সিদ্দিকুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।