এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে মহান বিজয় দিবস উপলক্ষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পরচক্রা গ্রামের সমাজ সেবক গণি মোল্যা ও তার পূত্র রাজু গার্মেন্টেসের স্বত্তাধিকারী রাজু মোল্যা ব্যক্তিগতভাবে তাঁদের বাড়ির উঠানে ২ শতাধিক এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতের পোষাক বিতরণ করেন। বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুরে জা’মিআ কুরআন সুন্নাহ প্রচারের আওতায় বাউশলা মক্তব, হাফিযি এতিমখানা মাদ্রসায় পরিচালক মুহাদ্দিস জালালুদ্দীন, মুক্তিযোদ্ধা ফজলুল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইউপি সদস্য আসাদুজ্জামান, মুফতি হাদিউজ্জামান প্রমুখ। এসময় সেনা কর্মকর্তা জালালের পক্ষ থেকেও কম্বল বিতরণ করা হয়।