জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া এলাকা থেকে ১৫ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-বেজপাড়া গ্রামের সুনীল দাসের ছেলে স্বপন দাস (২৯) ও সুমন দাস (২৭), ছালাভরা এলাকার অনিল দাসের ছেলে কানু দাস (৪৭)। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের বেজপাড়ায় অভিযান চালায় র্যাব। এ সময় বাইসাইকেলের টিউবের মধ্যে অভিনব কায়দায় পাচারের সময় ১৫ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় ৩ মাদক ব্যবসায়ীকে। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র্যাব। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।