রবিউল ইসলাম মিটু, যশোর : মটরসাইকেল থেকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে ১০ বছরের শিশুর মাথা ও পা ভেঙ্গে গেছে। জরুরী অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত শিশু সাজিদ হোসেন মনিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামের পশ্চিমপাড়ার খোকন হোসেনের ছেলে।
হাসপাতালে ভাই সাগর জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটি হ্যান্ডেড মটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। ওই মটরসাইকেলের পিছনে বসে ছিল ছোট ভাই সাজিদ। সে মটরসাইকেল চালিয়ে ঝিকরগাছা দেবিদাসপুর পৌছুলে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় পিছন থেকে তার ছোট ভাই মটরসাইকেল থেকে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, আহত সাজিদের অবস্থা আশংকাজনক। চিকিৎসাপত্র দিয়ে শিশুটিকে ওয়ার্ডে পাঠিয়েছি। শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স গীতারানী ডাক্তার জাহিদের উদ্ধৃতি দিয়ে জানান, আহত জাহিদের মাথা ও ডান পা ভেঙ্গে গেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।