অভয়নগর (যশোর): প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগমন ও বিজয় দিবস উপলক্ষে অভয়নগরে সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবের সমাবেশ ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা এ্যাড: গোলাম নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। এ সময় বক্তব্য রাখেন, যশোর জুট ইনন্ডাস্ট্রিজ (জেজেআই) সিবিএ সাধারণ সম্পাদক হারুনার রশিদ, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান টিটো, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লুলু, সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান এ কামাল, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধির কুমার পাড়ে প্রমুখ। পরে নওয়াপাড়া বাজারে বাদ্যযন্ত্র সহকারে আনন্দ র্যালি বের করা হয়।