অভয়নগর (যশোর): বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোর আগম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে কর্মীসভা ও গণসংযোগ অব্যহত রেখেছেন আলহাজ্ব এনামুল হক বাবুল। যারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার শ্রীধুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রওশন আলী মোড়ল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবি, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগ নেতা ও নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রওশন কবীর টুটুল প্রমুখ। পরে প্রধান অতিথি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগে মিলিত হন।