নওয়াপাড়ায় তুচ্ছ ঘটনায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

প্রকাশঃ ২০১৭-১২-২০ - ১৬:২৯

মাসুদ তাজ, অভয়নগর (যশোর) : নওয়াপাড়ার ভাঙ্গাগেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভয়নগর থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছে উভয়পক্ষ। জানা গেছে, রোববার রাতে নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেটস্থ রাজ্জাকের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক রাজ্জাকের সাথে স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সভাপতি সোহেল শিকদার ওরফে রিংকুর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রিংকু ও তার সহযোগিরা একত্রে মিলিত হয়ে চায়ের দোকানী রাজ্জাকের উপর হামলা চালিয়ে দোকান ভাংচুর করে চলে যায়। রাজ্জাকের উপর হামলার ঘটনা তার পরিবারের সদস্যরা জানতে পেরে ওই রাতেই ভাঙ্গাগেট সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি সংঘে রিংকুকে খুঁজতে যায় তারা। সেখানে রিংকুকে একা পেয়ে আহত রাজ্জাক ও তার সহযোগিরা মারপিট শুরু করে। এ সময় রিংকুর ছোট ভাই আস্থা তার ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে রাজ্জাক ও তার সহযোগিরা। পরে তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ স্মৃতি সংঘের আসবাবপত্র ভাংচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ছবি ভাংচুরের ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হামলা, মারপিট হতেই পারে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও অবমাননা অত্যান্ত দুঃখ জনক। যারাই এ ছবি অবমাননা বা ভাংচুর করে থাকুক তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সাধারণ জনগণ।