যশোরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত

প্রকাশঃ ২০১৭-১২-২০ - ২০:০২

রবিউল ইসলাম মিটু, যশোর : যশোর নড়াইল সড়কের চাড়াভিটার অদুরে বুধবার বিকালে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে। নিহত দুইজনই নড়াইল ভিক্টোরিয়া কলেজের ছাত্র। বাঘারপাড়া থানার ওসি মনজুরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলো, নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার তহিদুর রহমানের ছেলে রজিবুল এবং একই এলাকার হারুনের ছেলে পল্লব হোসেন

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার কিছু সময় পর একটি মোটরসাইকেলযোগে নড়াইলের দুই তরুণ যশোরের দিকে আসছিলেন। এ সময় বিপরীত মুখি একটি মাইক্রোবাস ‘রেজা ভাটা’র অদূরে মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়; গুরুতর আহত হয় আরোহী দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

রজিবুলের বাবা তহিদুর রহমান জানান, কালো রংয়ের পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে তার ছেলে বন্ধু পল্লবকে নিয়ে নড়াইল থেকে যশোরের দিকে আসছিল। দুর্ঘটনায় রজিবুলের মাথায় ও পল্লবের বুকে আঘাত লাগে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার হাবিবুর রহমান ভূঁইয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই তরুণের মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি মনজুরুল আলম জানান, দুর্ঘটনার খবর পাওয়ামাত্র সাব-ইনসপেক্টর আব্দুল মতিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনছে।