রবিউল ইসলাম মিটু,যশোর : যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি স্কুল চত্বরে এ উৎসব শুক্রবার বিকেল চারটায় বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এজেডএম জাকারিয়া প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন প্রাক্তন ছাত্র সমিতির যুগ্মআহ্বায়ক তৌহিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত সহস্র প্রাক্তন ছাত্রের মধ্যে ১৯৪১ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীও রয়েছেন।
শনিবার অনুষ্ঠানমালার শেষ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, লেজার শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন প্রাক্তন ছাত্র বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান।