কেশবপুর (যশোর) প্রতিনিধি : কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ কেশবপুর ও জাহানপুরের আয়োজনে বড়দিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা রবিবার সন্ধ্যায় শহরের ক্যাফে ডে লাইটে অনুষ্ঠিত হয়েছে। বালিয়াডাঙ্গা ও জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ ও ৩২৯-এর চেয়ারম্যান ষ্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অসিত মোদক, সাধারণ সম্পাদক এ্যাড. মিলন মিত্র, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, বালিয়াডাঙ্গা চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৪৩ এর ম্যানেজার প্রদীপ সিংহ, জাহানপুর চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি- ৩২৯-এর ম্যানেজার উজ্জ্বল দাস, জেমস অমল বৈদ্য প্রমুখ।