রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরে সন্ত্রাসীদের গুলিতে দোকানী টিপু সুলতান নিহতের ঘটনায় দুইজনকে আসামি করে পুলিশ মামলা করেছে। আসামীরা হলো, যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ার নিত্য ঘোষের ছেলে শিশির ঘোষ এবং রেলরোডের রবিউল ইসলাম ওরফে রবির ছেলে রাব্বী ইসলাম ওরফে শুভ। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬/৭জনকে। মামলা নম্বর ৮০। তারিখ: ২৩.১২.২০১৭। দোকানী টিপু সুলতান খুনের সাথে জড়িত থাকার সন্ধেহে পুলিশ এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
প্রসঙ্গত. শনিবার বেলা ১১টার দিকে যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ের সিঙ্গাড়া ও পুরি দোকানদার টিপু সুলতান সন্ত্রাসীদের গুলিতে খুন হয়। সন্ত্রাসীরা ওই দোকানে অবস্থানরত সন্ত্রাসী সোহেল ওরফে ট্যাবলেট সোহেলকে গুলি করলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে টিপু সুলতানের বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।