এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে চাঁদার টাকা না পাওয়ায় রোমান ব্রিকসের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র। প্রতিবাদে ২৫ ডিসেম্বর বিকালে ভাটার সম্মুখে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুরের বারুহাটীতে রোমান ব্রিকসের মালিক সাতবাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে জানান, গতবছর উপজেলার বারুহাটি চৌরাস্তা মোড়ে রোমান ব্রীকস নামক ইটভাটা তৈরীর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি। যা প্রক্রিয়াধীন অবস্থায় নির্মাণ কাজ পরিচালনা করে চলেছেন। কিন্তু অত্র এলাকার মৃত শামছের মোড়লের ছেলে নুর আলী মোড়ল, মোক্তার আলীর ছেলে আব্দুস সাত্তার, মৃত আবুল খায়ের দফাদারের ছেলে আনোয়ার হোসেন টিটু, মৃত মফেজ সানার ছেলে মজিবার রহমান. মোক্তার আলীর ছেলে নজরুল ইসলাম-সহ কতিপয় ব্যাক্তি তার নিকট মোটা অংকের চাঁদা দাবী করে আসছে। চাঁদার টাকা না দেওয়ায় তারা ইট ভাটার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা ও হয়রানি মূলক তথ্য দিয়ে আবেদন করেছে। উল্লেখ্য ইট ভাটা সংলগ্র তাদের কোন জমি নাই এবং অত্র ইট ভাটা সংলগ্ন কোন স্কুল, কলেজ, মাদ্রাসা ও স্বাস্থ্য কেন্দ্র নাই। এদিকে তারা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে ২৩ ডিসেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় কেশবপুর অবৈধ ইট ভাটা নির্মান, কৃষকদের মাঝে ক্ষোভ” শিরোনামে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাথে সাথে তিনি চাঁদাবাজদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসেনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ভাটা এলাকার জমির মালিক ও ভাটা শ্রমিকরা উপস্থিত ছিলেন।