রবিউল ইসলাম মিটু, যশোর : চাকুরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি স্পিকার থাকাকালিন সময় ২০১২ সালে জাতীয় সংসদে চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। কিন্তু গত পাঁচ বছরে সেই দাবিটি আজও পূরণ হয়নি। তারা বলেন, চাকুরিতে বয়সসীমা তুলে দিয়ে যোগ্যতা অনুসারে চাকুরির ব্যবস্থা করার দাবি জানান। এসয় উপস্থিত ছিলেন যশোর এমএম কলেজের শিক্ষার্থী জুলফিকার আলী, আসাদুজ্জামান স¤্রাট, সুমন বিশ্বাস, পরিতোষ দাসসহ অন্যান্যরা।