খুলনা : খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘ক’ সার্কেলের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বৃহস্পতিবার নগরীর লবনচরা ও সোনাডাঙ্গা থানাধীন এলাকায় দুপুর ১২টা থেকে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। আটক ইয়াবা ব্যবসায়ীরা হচ্ছেন মোঃ শাহ আলম খান (৫৫), মুরাদ হোসেন (৩৯) ও হাবিবুর রহমান ওরফে রাসেল। আটককৃতদের কাছ থেকে মোট ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ আহসান হাবিবের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লবনচরা ও সোনাডাঙ্গা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় লবনচরা থানাধীন রূপসী রূপসা আবাসিক এলাকার বাসিন্দা মৃত আঃ করিম খানের পুত্র মোঃ শাহ আলমকে ৪০ পিস ইয়াবাসহ তার বাসা থেকে আটক করেন। অপরদিকে দক্ষিন মোহাম্মদর নগর এলাকা অপর অভিযানে মৃত সরোয়ার হোসেনের পুত্র মুরাদ হোসেনকে ২৫পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী বাস স্ট্যান্ড এলাকা থেকে মোঃ নুরু সর্দার এর পুত্র হাবিবুর রহমান ওরফে রাসেলকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে ছাচিবুনিয়া এলাকার বাসিন্দা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।