কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা পরিষদের বাস্তবায়নে যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির আয়োজনে এবং জাইকার অর্থায়নে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব মহিলাদের হস্তশিল্প (পুথির কাজ) বিষয়ে ৪দিন বাপী প্রশিক্ষণ শনিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সম্পন্ন হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। ৪দিন বাপী প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক পাপিয়া মমতাজ, খাদিজা বেগম ও মহায়মিনা আক্তার।