তাপস কুমার বিশ্বাসঃ নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তির সমন্বয়ে আধুনিক শিক্ষা জাতিকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে সহায়ক ভুমিকা পালন করবে। শিক্ষার ক্ষেত্রে সরকার যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করলেও তৃনমুল পর্যায়ে সেটি বাস্তবায়িত হচ্ছে না। যার বাস্তব প্রমাণ হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভাল ফলাফল করলেও শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেনা। শিক্ষার্থীদের মধ্যে ক্রিয়েটিভ পাওয়ার সৃষ্টি করতে হবে। শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবির পাশাপাশি শিক্ষার গুনগত মান উন্নয়নে ভুমিকা রাখতে হবে।
শনিবার সকালে যশোর জেলার অভয়নগর রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ¦ মিজানুর রহমান। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ শামীম আরা। শিক্ষক আবুল বাশার সুজনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি ও শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক দেবদাস সরকার, শিক্ষক সুজন কুমার মল্লিক, সমীর কুমার দত্ত, সেখ নাজিম উদ্দিন, আবুল বাশার, হালিমা খাতুন, সৈয়দা ফারহানা ইয়াসমিন, জাবের আলী, আমিনুর রহমান, নেপাল দত্ত, এম এ রশিদ, ঝর্না মন্ডল, সাবির আলী প্রমুখ। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন।