আ: লতিফ মোড়ল, ডুমুরিয়ার(খুলনা) : ডুমুরিয়ায় জমি- জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে নারী- পুরুষসহ একই পরিবারের ৬ জন কে মারপিট করে আহত এবং বসত ঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে উপজেলার শোভানা গ্রামে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার শোভানা গ্রামের হত দরিদ্র বিধবা মৃত সামসুর আলী শেখের কন্যা আছিয়া বেগম ও তার ভাইদের সাথে প্রতিপক্ষ শরীর প্রভাবশালী বিএনপি নেতা আব্দুর রশিদ শেখ গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ পর্যায়ে জমির ভাগ- বাটোয়ার নিয়ে দুই পক্ষের মধ্যে খুলনার যুগ্ম জজ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এদিকে দীর্ঘ দিন ধরে প্রতিপক্ষ আব্দুর রশিদ শেখ ও তার ভায়েরা বিধবা আছিয়া বেগম ও তার ভাইদেরকে জমি থেকে উচ্ছেদ করতে নানান ষড়যন্ত্র চালিয়ে আসছিলো। এক পর্যায়ে বোরবার বিকেলে আব্দুর রশিদ শেখ ও তার ভাইয়েরা ডুমুরিয়া সদর সহ আশপাশের এলাকার ৫০/৬০ জনের ভাড়া করা সন্ত্রাসী দখলদার বাহিনী নিয়ে অতির্কিত ভাবে আছিয়া বেগমদের বসত ঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করে। বাঁধা দিতে গেলে আছিয়া বেগম(৪০)ও তার ভাই সামাদ শেখ(৬০),মান্নান শেখ (৪০),ভাইপো কারী শেখ (৩২)ও বোন মাহফুজা বেগম(৩৮),দেলজান বেগম(৪৫)কে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে মারপিট ও কুপিয়ে জখম করে। এবং বসত ঘর ভাংচুর করে অগ্নি সংযোগ করে। ঠেকাতে গেলে ¯হানীয় ইউপি মেম্বর খান সোহাগ হোসেন মারপিটের শিকার হয়ে গুরুতর আহত হন। ¯হানীয় লোকজন আহতদের এনে ডুমুরিয়া উপজেলা স্বা¯হ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। প্রসঙ্গত, বিধবা আছিয়া বেগম গত শনিবার প্রতিপক্ষরা তাদের বসত ভাংচুর ও জীবন নাশেষ হুমকিতে ডুমুরিয়া থানায় একটি সাধারন ডায়েরি করে। এরই পরদিন তার আশংঙ্খা সত্য বলে প্রমানিত হলো। বিষয়টি জানতে চাইলে থানা অফিসার ইন চার্জ মোঃ হাবিল হোসেন জানান, ঘটনা শোনার পর তাৎক্ষনিক ভাবে ঘটনা ¯হলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।