কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় আনন্দঘন পরিবেশে পাঠ্য পুস্তক উৎসব-২০১৮ উদযাপন হয়েছে। এ উপলক্ষে ১ জানুয়ারী বেলা ১১ টায় কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ ও শিক্ষা অফিসার এবিএম নাজমুল হক।। শিক্ষক যগেন্দ্রনাথের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার বিদুৎ রঞ্জন সাহা, মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মদিনাবাদ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার,ম্যানিজিং কমিটির সভাপতি মাষ্টার শামছুর রহমান প্রমুখ। আলোচনা শেষে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরন করা হয়।এ ছাড়া কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজ,বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়,মঠবাড়ি সেরাজিয়া উচ্চ বিদ্যালয়,কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়,বাশখালী মাধ্যমিক বিদ্যালয়,গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়,বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়,আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,জাকারিয়া বিদ্যা নিকেতন,উত্তরচক কামিল মাদ্রাসা,কয়রা ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা,কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা,নাকশা ডিএফ মাদ্রাসা, মদিনাবাদ দারুচ্ছালাম মহিলা দাখিল মাদ্রাসা,চান্নির চক এলসি কলেজিয়েট,চান্নিরচক মাধ্যমিক বালিকা বিদ্যালয়,মদিনাবাদ দাখিল মাদ্রাসা,৪নং কয়রা,৬নং কয়রা,মনোরামা,পল্লী মঙ্গল,২নং কয়রা,বেদকাশি,মদিনাবাদ কলি এ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেদকাশি সোনালী আশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়।