তাপস কুমার বিশ্বাসঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক মারা যাওয়ার পর গত মাসের মাঝামাঝি সময় থেকে তার পদটি শূন্য রয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রকে সেই দায়িত্বই দেওয়া হচ্ছে বলে আভাস পাওয়া গেছে কর্মকর্তাদের কথায়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সঙ্গে যোগাযোগ করা হলে ইউনিক নিউজ.২৪কমকে তিনি বলেন, “মন্ত্রিপরিষদ সচিব আজ দুপুরে আমাকে ফোন করেছিলেন আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে যাওয়ার জন্য।”
শপথ অনুষ্ঠান ছাড়াও মন্ত্রিসভায় আরও কিছু রদবদল আসতে পারে বলে গুঞ্জন রয়েছে সচিবালয়ে। তবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা-৫ আসন (ফুলতলা-ডুমুরিয়া) নারায়ন চন্দ্র চন্দকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন।
সোমবার দুপুরে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্রের মন্ত্রী হওয়ার খবর নিয়ে আলোচনা চলছে কর্মকর্তাদের মধ্যে। প্রতিমন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবের ফোন পাওয়ার পর কক্ষ বদলের জন্যও তৎপরতা দেখা গেছে।
এদিকে এ খবর ফুলতলা-ডুমুরিয়া এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ লক্ষ করা গেছে। এ ব্যাপারে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী এ প্রতিনিধিকে জানান, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরই ফুলতলা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বড় ধরণের সংবর্ধনা দেয়া হবে।